ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফাইলের গতিবিধির স্বচ্ছতায় মনিটরিং চালু করছেন তারানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ফাইলের গতিবিধির স্বচ্ছতায় মনিটরিং চালু করছেন তারানা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দাফতরিক বিভিন্ন কাজের ফাইলে গতিবিধির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছেন...

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দাফতরিক বিভিন্ন কাজের ফাইলে গতিবিধির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছেন বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।

টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, ডিজিটাল মনিটরিংয়ে কোনো ফাইলে কী অবস্থায় অর্থাৎ কী অগ্রগতিতে এবং কার কাছে আছে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রতিমন্ত্রীর দফতর থেকে ফাইলগুলোর গতিবিধি মনিটরিং করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

বিভাগের কাজে গতি আনতে এর আগে তারানা হালিম একটি রেজিস্ট্রার খাতা খুলে ফাইলের মুভমেন্ট নজরদারি করছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।