ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দিপ্তী ও ডিআইইউ’র মধ্যে চুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
দিপ্তী ও ডিআইইউ’র মধ্যে চুক্তি ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তী) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দিপ্তী) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ড্যাফোডিল ফ্যামিলির কর্পোরেট সভা কক্ষে ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও দিপ্তী এর নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক প্রশিক্ষন উন্নয়ন, পেশাদার বিনিময়, প্রশিক্ষন আয়োজন, পারস্পরিক সহযোগিতা, শিক্ষা গবেষণামূলক বিষয়গুলো বিনিময় হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইইউ’র পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার, এইচআরডিআই ফিরোজ মাহমুদ এবং দিপ্তী এর ডেপুটি একাডেমিক ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।