বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও চলো টেকনোলজিস লিমিটেডের (চলো) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিসিসির পক্ষে পরিচালক (ট্রেনিং) মোহাম্মদ এনামুল কবির এবং চলোর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান শুভ সমঝোতা চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এখন থেকে লাইফস্টাইল মোবাইল অ্যাপ চলো এবং বিসিসি একযোগে কাজ করবে।
চুক্তির আওতায় বিসিসি চলো’র কার্যক্রমে সব ধরনের সহায়তা করবে। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃতির জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কিংবা সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনেও কার্যকর ভূমিকা পালন করবে বিসিসি।
ভবিষ্যতে চলোকে বিভিন্ন প্রকল্প উপস্থাপনের সুযোগ এবং বাংলাদেশে ই-কমার্স খাতের উন্নয়নের জন্যও সুবিধা দেবে আইসিটি বিভাগের অন্যতম এই সংস্থা।
এই চুক্তির আওতায় দেশের সবকটি জেলায় ২০২০ সালের মধ্যে সেবা বিস্তৃত করার প্রত্যয় রয়েছে চলো’র।
সরকারের সব আইন মেনে চলো তাদের কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি তাদের নতুন সব প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ও অন্যান্য সেবা ক্ষেত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে চায়।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এসজেডএম