ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিসা যাচাই অ্যাপের ডাউনলোড ১ লাখ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ভিসা যাচাই অ্যাপের ডাউনলোড ১ লাখ ছবি: নাগরিক সেবার জন্য ‘ভিসা যাচাই’

নাগরিক সেবার জন্য ‘ভিসা যাচাই’ নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্ভাবন করা হয়েছে। বগুড়ার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমানের পরিকল্পনায় অ্যাপটি তৈরি করেছে কোডেক্স সফটওয়্যার সলিউশন লিঃ।

ইতিমধ্যে সাধারণ জনগণ এর সুফল পেতে শুরু করেছেন। যার বাস্তব প্রমাণ গুগল প্লে ষ্টোরে অ্যাপটি আপলোডের ২ মাসের মধ্যেই ডাউনলোড হয়েছে ১,০১,০৭৮ বার।

ভিসা যাচাই অ্যাপটি তৈরির কারণে ৬টি দেশের ভিসা যাচাই করতে মানুষকে এখন জনশক্তি ব্যুরো বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যেতে হয় না।

আগে ভিসা যাচাই করতে ১ থেকে ৩ দিন সময়, কয়েকবার যাওয়া আসা সেইসঙ্গে ৫০০ থেকে ২০০০ টাকা ব্যয় হতো।

অ্যাপটির কারণে এখন ইউডিসির উদ্যোক্তার মাধ্যমে সর্বোচ্চ ৫০ টাকা এবং আধঘন্টা সময় ব্যয়ে নিজের এলাকায় বসে যে কেউ ভিসা যাচাই করতে পারছেন।

এরপরও যদি কেউ না পারেন, তাহলে ভিসা ও পাসপোর্ট স্ক্যান করে visajachai@gmail.com ঠিকানায় ইমেইল করে পাঠালে তাকে জানিয়ে দেয়া হয় ভিসাটি জাল কিনা।

সুত্র মতে, অ্যাপটির মাধ্যমে বগুড়া জেলার ২০০ প্রবাস গমণেচ্ছুক কর্মীর ১৬টি জাল ভিসা পাওয়া গেছে।

অ্যাপটির ডাউনলোড লিংক: https://goo.gl/lKC1HM

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।