ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আজকের ডিলে 'লাইভ শপিং'

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
আজকের ডিলে 'লাইভ শপিং' আজকের ডিলে 'লাইভ শপিং'

দেশে প্রথমবারের মতো অনলাইন 'লাইভ শপিং' নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস আজকের ডিল (AjkerDeal.com) I

প্রতিদিন (শুক্রবার ছাড়া) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় এই 'লাইভ শপিং' । ফেসবুক LIVE -এর মাধ্যমে প্রচারিত এক ঘন্টাব্যাপী এই 'লাইভ শপিং' অনুষ্ঠানে বিভিন্ন পণ্যের উপর (৫০-৮০% পর্যন্ত) ছাড় দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

শুধুমাত্র এই এক ঘন্টায় (সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা) যারা অর্ডার দিবেন তারাই পাবেন বড় মূল্যের এই ছাড়I  আজকের ডিলের প্রতি লাইভ অনুষ্ঠানেই আনা হয় নতুন নতুন কিছু পণ্য।

'লাইভ' প্রোগ্রামে উপস্থাপক পণ্যগুলোর বিভিন্ন ফিচার তুলে ধরেন এবং 'LIVE' এ থাকা দর্শকদের প্রশ্নের উত্তর দেন তাৎক্ষণিকভাবে।

উল্লেখ্য, দেশের ২,০০০ উদ্যোক্তার এক লাখেরও বেশি পণ্য নিয়ে আজকের ডিল বর্তমানে দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস এবং অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট। এখানে কোনো পণ্য অর্ডার করলে দেশের যে কোনো প্রান্তে ২ থেকে ৫ দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পৌঁছে দেওয়া হয়।
যদি পণ্যে কোনো সমস্যা থাকে তাৎক্ষণিকভাবে তা বদলিয়ে বা টাকা ফেরত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।