ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তায় দুই দিন প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
সাইবার নিরাপত্তায় দুই দিন প্রশিক্ষণ দেবে ক্র্যাফ সাইবার নিরাপত্তায় দুই দিন প্রশিক্ষণ দেবে ক্র্যাফ

অনলাইন জগতে নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)।

প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ক্র্যাফের প্রেসিডেন্ট জেনিফার আলম বলেন, এখন আমরা সব কিছুই করছি ইন্টারনেটকে বেইজ করে।

যোগাযোগের জন্য ব্যবহার করছি ই-মেইল, ফেসবুক, ভাইবার, মেসেঞ্জার, ইমো, স্কাইপি সহ অনেক অ্যাপস।

কিন্তু কখনো কি ভেবেছি আমাদের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ?

যেখানে সেলিব্রেটি, ব্যাংক প্রত্যেকে আজ কমবেশি সাইবার স্পেসে হচ্ছে হ্যাকিংয়ের শিকার। সেখানে আমরা আজ কতটা নিরাপদ, যতই ব্যবহার করুন সিক্রেট ওয়েস, আপনি কি নিশ্চিত আপনার তথ্য সুরক্ষিত?

এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সাইবার স্পেসে আপনাদের নিরাপত্তাকে সুসংহত করতে, আপনাকে হাতে কলমে শিখাতে ক্র্যাফ আয়োজন করেছে দুই দিনব্যাপী (প্রতিদিন ২ ঘণ্টা) কোর্সের।

অংশগ্রহণকারীদের এখানে হাতে কলমে শেখানো হবে। কোর্সটিতে থাকবে সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা, ইন্টারনেট ব্যবহারে নিজের নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপদে ই-মেইল ব্যবহার করা, ই-কমার্স, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের এডমিন কিভাবে তাদের সাইট, পেজ বা গ্রুপের নিরাপত্তা নিশ্চিত করবেন, কিভাবে নিজের ডিভাইস সিকিউরড তা নিশ্চিত হবেন, কিভাবে পাসওয়ার্ড প্রটেক্টেড হবেন, ডিভাইস হারিয়ে গেলে কিভাবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবেন বা তা ট্র্যাক করবেন, আপনার ক্রেডিট কার্ড হ্যাক হলে কি করবেন, আপনার মোবাইল ডিভাইস কেউ স্পাইং করছে কিনা তা কিভাবে নিশ্চিত হবেন, আপনার সন্তান বা আপনার আপনজন ইন্টারনেট ঠিকভাবে ব্যবহার করছে কিনা তা কিভাবে মনিটর করবেন, আইসিটি আইনের সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সাইবার ক্রাইমের শিকার হলে কি করবেন এ ধরণের অতি গুরুত্বপূর্ণ বিষয়।

আগামী ৩১ মার্চ থেকে প্রশিক্ষণ শুরু হবে।

শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালে বিশেষ ডিসকাউনন্ট পাবেন।

কোর্সটি করতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে http://www.crafbd.com/training এই ঠিকানা থেকে এই ঠিকানায় গিয়ে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।