ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উই’র সিগনেচার সিরিজে ‘এস১’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
উই’র সিগনেচার সিরিজে ‘এস১’ উই’র সিগনেচার সিরিজে ‘এস১’ উদ্বোধন

স্মার্টফোন ব্র্যান্ড উই-এর সিগনেচার সিরিজের প্রথম মডেল এস১ এসেছে বাজারে। ৭ এপ্রিল এস১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর দেশের ৩২টি উই ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে উই’র ফ্ল্যাগশিপ ফোনটি। দেশের বাজারে ফোনটির মূল্য নির্ধারণ হয়েছে  ১৪,৪৯০ টাকা।

উচ্চমানের ৫.৫ ইঞ্চি পর্দার এই ফোনে অন্তর্ভূক্ত অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর ৬৪ বিট প্রসেসর ও ২ গিগাবাইট ৠাম।

এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য এটি আঙুলের ছাপ সংবেদনশীল (ফিঙ্গারপ্রিন্ট সেন্সরড)।

ফলে আঙুলের স্পর্শে দ্রুত আনলক হবে এস১।

যুগের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে উই স্মার্টফোনে সব সুবিধায় প্রয়োগ করা হয়েছে। ফলে উই ব্যবহারকারীরা এর মাধ্যমে চমৎকার অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

উই শুধু স্মার্টফোনই নয়, ব্যবহারকারীরা এই ডিভাইস ব্যবহার করে বাংলাদেশের ৭০০টিরও বেশি হটস্পটে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট  এবং ১০০ গিগাবাইট পর্যন্ত ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন।

উই হচ্ছে আমরা কোম্পানিজের একটি উদ্যোগ, যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আউটসোর্সিং, পেশাদারী উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।