ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুবিধাবঞ্চিত কিশোরীদের মোবাইল ফোন দিল সিম্ফনি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
সুবিধাবঞ্চিত কিশোরীদের মোবাইল ফোন দিল সিম্ফনি সুবিধাবঞ্চিত কিশোরীদের হাতে মোবাইল ফোন দিল সিম্ফনি

দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল, আপন (অ্যাসোসিয়েশন ফর পুওর অ্যাডভান্সমেন্ট নিডস) এবং বেসরকারি সংস্থা ‘টেরে দেস হোমস’ (টিডিএইচ) ইতালিয়া সুবিধাবঞ্চিত কিশোরীদের বিনামূল্যে মোবাইল ফোন দিয়েছে।

রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধে অবস্থিত আরবান স্কুলের এসব শিক্ষার্থীদের 'যুক্ত হয়ে মুক্ত' প্রকল্পের আওতায় মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

এ সময় এডিসন গ্রুপের ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, আপন এর সেক্রেটারি জেনারেল আমান উল্ল্যাহ, টিডিএইচ ইতালিয়ার পক্ষ থেকে ম্যানেজার সিলভিয়া রোভেল্লি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এ এর প্রফেসর মোস্তাক আহমেদ এবং মিরপুর ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসজেডএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।