ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোরশেয়ার কে৭০ লাক্স মেকানিকাল গেমিং কিবোর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
কোরশেয়ার কে৭০ লাক্স মেকানিকাল গেমিং কিবোর্ড কোরশেয়ার কে৭০ লাক্স মেকানিকাল গেমিং কিবোর্ড

কোরশেয়ার ব্রান্ডের কে৭০ লাক্স মেকানিকাল গেমিং কিবোর্ড এসেছে দেশের বাজারে। লাল ব্যাকলাইটিং বৈশিষ্ট্যের এই কিবোর্ডের ডাইমেনশন ৪৩৬ এমএম বাই ১৬৫এমএম বাই ৩৮এমএম।
 

এতে অন্তর্ভূক্ত অন্যান্য বৈশিষ্ট্যগুলো ম্যাক্রো কি, ইউএসবিতে ফুল কি রোলওভার, উইন লক এবং সিইউবি সফটওয়্যার।

১২,০০০ টাকা দামের ব্র্যাইডেড ফাইবার সম্পন্ন এই কিবোর্ডে বিক্রয়োত্তর সেবা ২ বছর।

দেশের গেমারদের জন্য দারুণ এই কিবোর্ডটির পরিবেশনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।