ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ অচলাবস্থায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মে ৩, ২০১৭
হোয়াটসঅ্যাপ অচলাবস্থায়

ঢাকা: ফেসবুকের মালিকানাধীন মোবাইলে মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় প্রোগ্রাম হোয়াটসঅ্যাপ কার্যত অচল অবস্থায় পড়েছে। ফলে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন না।

এমন খবর জানিয়ে ডেইলিমেইল বলছে-অ্যাপটি কেবল ‘Connecting…’ মেসেজ দেখাচ্ছে।

যেসব দেশের ব্যবহারকারীরা এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা রয়েছেন।

তবে এই বাজে অভিজ্ঞতা নেওয়াদের মধ্যে ইংল্যান্ড এবং ইউরোপের ব্যবহাকারীর সংখ্যাই বেশি।

সমস্যাটি এমন সময় তৈরি হয়েছে, যখন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা আরেক জনপ্রিয় মেসেঞ্জার ন্সাপচ্যাটকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে হোয়াটস্যাপের ব্যবহারকারী সংখ্যা ১৭৫ মিলিয়ন আর স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী ১৬১ মিলিয়ন।


বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, হোয়াটসঅ্যাপ সমস্যাটি সম্পর্কে সচেতন। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ইইউডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।