ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের নতুন সংস্করণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের নতুন সংস্করণ

উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নতুন সংস্করণের নাম উইন্ডোজ লাইভ অ্যাসেনসিয়্যাল ২০১১ বেটা।

এ সংস্করণে মুভি মেকার, রাইটার, ইমেইল ও ফ্যামিলি সেফটি বৈশিষ্ট্যগুলো প্রথমবার পাওয়া যাবে।

নতুন বৈশিষ্ট্য যুক্ত করার সঙ্গে উইন্ডোজ লাইভ মেসেঞ্জারের বেশ কিছু ফিচারেও পরিবর্তন আনা হয়। নতুন সংস্করণকে ফেসবুক চ্যাট সমর্থিত করা ছাড়াও আগের চেয়ে আরও দ্রুতগতিসম্পন্ন করা হয়েছে। এতে এখন সাইন ইন করতে অনেক কম সময় ব্যয় হয়।

নতুন সংস্করণে ভিডিও চ্যাট করা হলে তা আগের চেয়ে শতকরা ৩০ ভাগ কম সিপিইউ এর শক্তি খরচ করবে। তাছাড়া চেহারা শণাক্ত সেবাও অনেক দ্রুতগতিতে কাজ করবে। অন্যদিকে শুদ্ধ বানান, ফ্যামেলি সেফটির ওয়েব ফিল্টারিং সেবা আগের সংস্করণের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি গতিসম্পন্ন হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।