ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজধানীতে ৩৫০০ টেলিফোন বিকল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
রাজধানীতে ৩৫০০ টেলিফোন বিকল

ঢাকা: ভূগর্ভস্থ ক্যাবল ক্ষতির কারণে রাজধানীর তিন হাজার ৫০০ টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেছে। খিলগাঁও, বনশ্রী, গোড়ান, মগবাজার, কাকরাইল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কর্নফুলি গার্ডেন সিটি, সার্কিট হাউজ রোড, ফকিরাপুল, নয়াপল্টন, ডিআইটি এক্সটেনশন রোড, নয়াটোলা, রামপুরা এলাকার গ্রাহকরা টেলিফোন সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন বলে জানিয়েছে বিটিসিএল।

বৃহস্পতিবার (১৮ মে) বিটিসিএল জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াসার উন্নয়নমূলক কাজ ও সুয়ারেজ লাইন স্থাপন প্রকল্পের জন্য রাস্তা খননে বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস কিছুদিন ধরে বিকল হয়ে আছে।

বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, কিছু কিছু বিচ্ছিন্ন লাইন ইতোমধ্যে মেরামত করার পরও উন্নয়ন কাজে পুনরায় ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু টেলিফোন ও ইন্টারনেটের সার্ভিস এখনও বন্ধ রয়েছে।
 
তিনি জানান, উন্নয়ন কাজ চলমান থাকায় এসব স্থানে টেলিফোন ক্যাবল মেরামতে বিলম্ব হচ্ছে। টেলিফোনসমূহ পর্যায়ক্রমে চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

বিটিসিএলের এখতিয়ার বহির্ভূত কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে বিটিসিএল।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।