ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৩ হাজারে ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১
৩৩ হাজারে ল্যাপটপ

আসুস ‘এ৪২এফ’ সিরিজের নতুন ল্যাপটপ এখন দেশে পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের ল্যাপটপের বিশেষ ফিচারে আছে আসুস পাওয়ার৪ গিয়ার এবং পাম প্র“ফপ্রযুক্তি। এ পাওয়ার গিয়ার প্রযুক্তি ল্যাপটপের বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ প্রদান করে। এ ছাড়াও পামপ্র“ফ ফিচারটি টাইপিংয়ের সময় টাচ প্যাডকে একেবারে অচল রেখে টাইপ করার সুবিধা দেয়।

অত্যাধুনিক এ মাল্টিমিডিয়া ল্যাপটপে আছে ২.১৩ গিগাহার্টজ গতির ইন্টেল ডুয়াল কোর প্রসেসর, মোবাইল ইন্টেল এইচএম৫৫ এক্সপ্রেস চিপসেট, ২ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক।

এ মডেলের বিনোদন বিভাগে আছে ডিভিডি রাইটার, ইন্টেল জিএমএ এইচডি ভিজিএ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, থ্রিডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ৩টি ইউএসবি পোর্ট, ১টি এইচডিএমআই, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান এবং ব্লুটুথ।

এ মুহূর্তে আসুস এ৪২এফ মডেলের দাম ৩৩ হাজার ৮০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।