বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রযুক্তি পণ্য উৎপাদনে ৯৪টি পণ্যের ওপর এক শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করেছে।
পলক বলেন, মোবাইল ফোন এখন শরীরের একটি অঙ্গের মতই হয়ে গেছে। কেন না, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। দেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারী পাঁচ কোটি। ফেলে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যাও। আর ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও সহজ করেছে। সরকারও ইন্টারনেটের দাম কমিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম বলেন, আইসিটি খাতে বাংলাদেশের অগ্রগতি বহির্বিশ্বে প্রশংসিত। থাইল্যান্ডের সাথেও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব পাচ্ছে আইসিটি খাত। আশা করি, বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতিতে আমরাও অংশীদার হতে পারবো।
এই স্মার্টফোন মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল আটটা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে বিকিকিনি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
ইইউডি/আরআই