হারানো গৌরব ফিরে পেতে ও ‘অ্যান্ড্রয়েড দুনিয়ায় পা রাখতে’ কোম্পানিটি এরইমধ্যে চীনের নতুন একটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে পার্টারনাশিপে যাওয়ার কথা জানা গেছে।
এদিকে ব্ল্যাকবেরি পরবর্তিতে যে স্মার্টফোনটি বাজারে ছাড়তে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায় তার একটি ছবি ছড়িয়ে পড়েছে।
পানিরোধী অ্যান্ড্রয়েড ফোনটির নাম শোনা যাচ্ছে ‘ব্ল্যাকবেরি মোশন’। হোমবাটন প্রযুক্তির হ্যান্ডসেটটিতে রয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
এরইমধ্যে প্রযুক্তি বাজারে উন্মাদনা তৈরি করা, আগামী মাসে আসতে যাওয়া আইফোন-১০ এর সঙ্গে টেক্কা দিতে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটটি ছাড়ছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
একুটু ছাড়া ‘ব্ল্যাকবেরি মোশন’ নিয়ে আর কোনো তথ্য জানাতে পারেনি প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো। জানা যায়নি এর দামও।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
জেডএস