অ্যাপলের অপারেটিং সিস্টেমভিত্তিক পণ্য (আইওএস) ব্যবহারে ভোক্তারা বেশি সন্তুষ্ট বলে অ্যাপলের দাবি। আর অ্যাপলের এ ধরনের উক্তির সত্যতা যাচাই করেছে তথ্যপ্রযুক্তি গবেষণাধর্মী প্রতিষ্ঠান নিলসেন।
আইফোন ব্যবহারকারীদের সন্তুষ্টির পেছনে যেসব বিষয় রয়েছে তার মধ্যে-অ্যান্ড্রুয়েডের তুলনায় প্রচুর পরিমানে ভয়েস এবং ডাটা ব্যবহারের সুযোগ পেয়েছে তারা। কিন্তু একই ধরনের সেবা ছিল অ্যান্ড্রুয়েড পণ্যেও। এছাড়া ৬১ ভাগ আইফোন ব্যবহারকারীর তুলনায় অ্যান্ড্রুয়েডের শুধুমাত্র ২৪ ভাগ ব্যবহারকারীরা প্রতিমাসে বৃটেন মূল্য ‘গ্রেড বৃটেন পয়েন্ট’ ৩০ এর চেয়েওে বেশী ব্যয় করে। আইফোন ব্যবহারকারীদের প্রায় ৪০ ভাগ ব্যবহারকারী প্রতি মাসে অনলাইন অ্যাপলিকেশন ডাউনলোডে মূল্য পরিশোধ করে। যার বিপরীতে একই কাজ করে মাত্র ১৫ ভাগ অ্যান্ড্রুয়েড ব্যবহারকারী।
উল্লেখ্য, আগের পুরো ৬ মাসের হিসাব অনুযায়ী অ্যান্ড্রুয়েড পণ্য বিক্রির মূল্য শতকরা ৪৪ ভাগ যেখানে ব্ল্যাকবেরির ২৫ অ্যাপলের আইওএস ১৮ এবং নকিয়া সিমবিয়ানের ৭ ভাগ। এয়াড়া বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠানের বিবৃতিতে স্মার্টফোন ওএস এর অগ্রগতি অ্যান্ড্রুয়েডের চেয়ে অনেক পিছিয়ে। তবে এমুহূর্তে এটি অ্যান্ড্রুয়েড এবং অ্যাপল আইওএস এর খুবই কাছাকাছি থাকতে সচেষ্ট সেইসঙ্গে রিম ও সিমবিয়ান খুব একটা দুরে নাই।
বাংলাদেশ সময় ১০১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১১