বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস ল্যাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সিনিয়র কমিশনার আ ন ম বদরুদ্দোজা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিকস বিভাগের প্রধান আতিকুর রহমান, আর্কিটেকচার বিভাগের প্রধান আলমগীর হোসেন, ডায়নামিক কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ ভূঁইয়া ও সংবাদকর্মী রুবেল হোসেন।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ২৬ অক্টোবর সারাদেশে একসঙ্গে ১২৬টি পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
ওএইচ/