প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জাপান দেশটির ‘ফিউচারমডেল’ নামে একটি কোম্পানির বরাতে জানিয়েছে, ‘নিচফোন-এস’ নামে একটি স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে। ক্রেডিট কার্ডের চেয়ে খানিক বড় স্মার্টফোনটি দিয়ে ফোন কল ছাড়া মেসেজ আদান-প্রদান, গান শোনা যাবে।
স্মার্টফোনের আদলে তৈরি ‘নিচফোন-এস’ অনেকটা ছোটবেলায় স্কুলে ব্যবহৃত ক্যালকুলেটর সদৃশ। অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং (২০১২ সালের ভার্সন) সিস্টেমে চলবে ফোনটি। আপাতত এর পর্দায় একটি ঘড়ি ছাড়া আর কিছুই দেখা যায়নি প্রকাশিত ভিডিওতে।
আগামী শুক্রবার (১০ নভেম্বর) বাজারে আসতে যাওয়া স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮ ডলার। আপাতত জাপানের বাজারে ছাড়া হচ্ছে ‘নিচফোন-এস’।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
জেডএস