ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারে শীর্ষ অবস্থানের দিকে লেডি গাগা

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
টুইটারে শীর্ষ অবস্থানের দিকে লেডি গাগা

মাইক্রোব্লগিং সাইট টুইটারে ব্রিটনি স্পেয়ার্সকে ছাড়িয়ে সর্বাধিক ভক্তের অধিকারী হচ্ছেন প্রমিলা সঙ্গীতশিল্পী লেডি গাগা। এ মুহূর্তে টুইটারে লেডি গাগার ভক্তের সংখ্যা ৫৬ লাখ ৩৫ হাজারের বেশি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রিটনি স্পেয়ার্সের ভক্তের সংখ্যা ৫৬ লাখ ৪৬ হাজার। এ তথ্য নিশ্চিত করেছে ফেমকাউন্ট সূত্র।

অনলাইনে ক্রমেই জনপ্রিয় তারকায় পরিণত হচ্ছেন লেডি গাগা। তার প্রমাণ হচ্ছেন, এ মুহূর্তে ফেসবুকে লেডি গাগার ভক্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখেরও বেশি। ফেসবুকে লেডি গাগার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইউটিউবেও লেডি গাগার ভিডিও এখন সর্বাধিক দেখা হচ্ছে। আর টুইটারেও সর্বোচ্চ ভোক্তার জায়গাটি দখলের সম্ভাবনা জাগিয়েছেন লেডি গাগা। সব মিলিয়ে সেরা অনলাইন তারকার মুকুটটি যে লেডি গাগাই পড়ছেন তা এখন প্রায় নিশ্চিত।

তবে অনেকই মনে করছেন লেডি গাগা বেশি দিন শীর্ষ স্থানটি ধরে রাখতে পারবেন না। কারণ এ মুহূর্তে অনলাইনে দ্রুতই বাড়ছে তরুণ সঙ্গীতশিল্পী জাস্টিন বারবার এর ভক্তের সংখ্যাও। টুইটারে তার ভক্তের সংখ্যা ৪৮ লাখ ৫০ হাজার। তাই আগামী ছয় মাসে তার জনপ্রিয়তা লেডি গাগাকেও ছাড়িয়ে যাওয়ার বিষয়টি এ মুহূর্তে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।