ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হবিগঞ্জে পোস্ট ই সেন্টার চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
হবিগঞ্জে পোস্ট ই সেন্টার চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে পোস্ট-ই সেন্টার চালু করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর-লাখাই অসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেন্টারের উদ্বোধন করেন।

এ সময় হবিগঞ্জ পোস্ট অফিসের পরিদর্শক মো. সামছুদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও আব্দুল মুকিদ এবং আওয়ামী লীগ নেতা শিবেন্দ্র চন্দ্র দেব শিবুসহ স্থানীয় মুরুব্বীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে আইটি সেক্টরে দক্ষ করে তুলতে প্রতিটি হাই স্কুলে পর্যায়ক্রমে একটি করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দিচ্ছে সরকার। ফলে লেখাপড়া শেষ করে কাউকে আর চাকরির জন্য ঘুরতে হবে না। নিজের ঘরে বসেই টাকা আয়ের সুযোগ হবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।