আসুস জি৫৩এসডব্লিউ মডেলের গেমিং ল্যাপটপ এখন দেশে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।
‘রিপাবলিক অব গেমারস’ সিরিজের এ ল্যাপটপে অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিডিও এনকোডিং, গ্রাফিক ডিজাইন এবং হাইএন্ড গেমিং সব কাজই অনায়াসে করা যায়।
এ মডেলের বৈশিষ্ট্য ইন্টেল এইচএম৬৫ এক্সপ্রেস চিপসেট, ২ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই৭ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩ র্যাম, ব্লুরে কম্বো ড্রাইভ, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১.৫ গিগাবাইট ভিডিও মেমোরির এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স ইঞ্জিন।
এর যোগাযোগ মাধ্যমে আছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, ৩.০ ইউএসবি এবং ৩টি ২.০ ইউএসবি পোর্ট। এ মুহূর্তে গেমভিত্তিক এ ল্যাপটপের দাম ১ লাখ ২৫ হাজার টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।
বাংলাদেশ সময় ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১