রোববার (২৬) নভেম্বর দুপুরে রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে ‘মিট দ্য প্রেস' আয়োজন করে ১ ডিসেম্বর থেকে অ্যাপটি চালুর কথা জানান ইজিয়ার অ্যাপ উদ্যোক্তারা।
ঢাকায় বর্তমানে রাইড শেয়ারিংয়ে সক্রিয় আছে পাঠাও, স্যাম, উবার, বাহন, মুভ এবং সবশেষ যুক্ত হলো ইজিয়ার।
মিট দ্যা প্রেসে ইজিয়ার তাদের ভাড়ার তথ্য দিয়ে বলে, ইজিয়ার অ্যাপে মোটরসাইকেলের বেইস ফেয়ার ২৫ টাকা, প্রতি কিলোমিটার ১২ টাকা এবং প্রতি মিনিট চার্জ আসবে ১ টাকা।
প্রাইভেটকারের ক্ষেত্রে বেইস ফেয়ার ৫০ টাকা, প্রতি কিলোমিটার ২০ টাকা এবং প্রতি মিনিট আড়াই টাকা নেওয়া হবে।
মোটরসাইকেল চালক ও কারট্যাক্সি চালকের আয় থেকে ১৫ শতাংশ কমিশন কাটবে অ্যাপ প্রতিষ্ঠান ইজিয়ার।
বর্তমানে ঢাকায় স্যাম, পাঠাও ও উবার মটোতেও একই ভাড়া আছে। প্রতি মিনিট চার্জ নতুন ইজিয়ার অ্যাপ ৫০ পয়সা বাড়িয়েছে।
ইজিয়ার জানায়, তদের অ্যাপে যত কিলোমিটার দূরত্বে যাবেন তত ভাড়া আসবে।
সিএনজি চালক ও মালিক সমিতির সাপোর্ট পেলেও তাদেরকেও অ্যাপে সেবা দিতে চায় বলে জানায় ইজিয়ার অ্যাপ প্রতিষ্ঠান। তবে সিএনজিতে এ সেবা অ্যাপের বাইরে দিতে পারবে না তারা।
ইজিয়ার আরও জানায়, ২০১৮ সালের জানুয়ারির শুরুর দিক থেকে এম্বুলেন্সেকেও তারা অ্যাপে নিয়ে আসবেন।
ঢাকায় গত বছরের ৭ মে প্রথম মোটরসাইকেল রাইড শেয়ারিং সার্ভিস শুরু করে স্যাম। এরপরে ২২ নভেম্বর বাংলাদেশে চালু হয় আন্তর্জাতিক অন ডিমান্ড ট্যাক্সি সার্ভিস উবার। পরের মাস ডিসেম্বরে চালু হয় ‘পাঠাও’। ‘পাঠাও কারস’নামে একই অ্যাপে ট্যাক্সি সার্ভিস চালু রেখেছে পাঠাও।
এছাড়া, মুভ ও বাহন নামে আরো ২টি অ্যাপ মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবা দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসএ/বিএস