অনলাইনে ভিডিও গেমের অপ্রকাশিত সংস্করণ ফাঁস হওয়ায় গেম নির্মাতারা উদ্বগ্ন। মাইক্রোসফটের বহুল প্রত্যাশিত গেম ‘হেলো রিচ’ অনলাইনে প্রকাশ পায়।
কিন্তু তার তিন সপ্তাহ আগেই ফাইল বিনিময় পাইরেট বে সাইটে গেমটি অনুমোদন ছাড়াই প্রকাশ হয়। পরবর্তীতে ইউটিউবেও গেমের ভিডিওচিত্র প্রদর্শিত হয়।
এ মুহূর্তে গেমটি আগাম প্রকাশের কারণ অনুসন্ধান করছে মাইক্রোসফট। তবে এক প্রতিবেদনে দেখা গেছে, গেমটি মাইক্রোসফটের অনলাইন এক্সবক্স স্টোরের মাধ্যমে গেম বিশ্লেষক ও সাংবাধিকদের কাছে উন্মুক্ত করার পরই অনলাইনে অনাকাক্সিতভাবে ফাঁস হয়।
এ মুহূর্তে তারা হেলো রিচ ফাঁস হওয়ার বিস্তারিত কারণ খুঁজে বেড়াচ্ছে। ফলে এ বিষয়ে কোনো তথ্য জানাতে তারা নারাজ।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০