তিনি বলেছেন, চাকরি মেলার পাশাপাশি আমরা একটি ডিজিটাল জব পোর্টাল চালু করবো। যেখানে প্রতিদিন জব ফেয়ারের সুবিধা থাকবে।
সোমবার (০১ জানুয়ারি) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে আয়োজিত চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থান নিশ্চিত করতে গত ৪ বছর ধরে ইংরেজি নতুন বছরের প্রথমদিন এই চাকরি মেলার আয়োজন করে আইসিটি বিভাগ।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রতিবন্ধী নাগরিকদের বোঝা নয়, তারা আমাদের চ্যালেঞ্জ। এটাকে জয় করতে হবে। তাদেরও ভিন্নভাবে সক্ষম। তাদের সক্ষমতাকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ব মানবতার কাজে লাগাতে চাই।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বাস্তবায়নে আমরা তাদেরও (প্রতিবন্ধী) অংশগ্রহণ চাই। আমরা বিশ্বাস করি প্রতিবন্ধিতা অজেয় নয়, একটু সহযোগিতা করলেই পৃথিবীটাকে বদলে দিতে পারে তারা।
বিসিসি-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিএসআইডি'র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিসিসি'র পরিচালক এনামুল কবির। এছাড়া মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
আয়োজকরা জানান, এবারের মেলায় ১৭টি চাকরি দাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে ২০১৫ সালে ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে ৩২জনের চাকরির ব্যবস্থা করে।
২০১৬ সালে ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়, তখন ৬০জন প্রতিবন্ধী ব্যক্তির চাকরি দেয়। ২০১৭ সালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল ১৫টি, ওইবছর ১১৫ জনের চাকরির ব্যবস্থা করা হয়। চলতি বছরে এ সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদ ব্যক্ত করছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসআইজে/আরআইএস/এমএ