বৃহস্পতিবার সকালে উবারের অ্যাপের ঘোষণায় বলা হয়েছে, সেবা দেওয়ায় সাময়িকভাবে বাধার সম্মুখিন হচ্ছে তারা। এছাড়া পাঠাও অ্যাপে ‘সার্ভিস আনএভ্্বিল’ দেখাচ্ছে।
এদিকে রাইড শেয়ারিংঅ্যাপস সেবাগুলো বন্ধ থাকায় এ সব অ্যাপে এখন কোনো রিকোয়েস্ট যাচ্ছে না।
দেশীয় আরো দু’টি অ্যাপ স্যাম ও সহজ রাইডস অ্যাপ খোলা থাকলেও সেখানে পর্যাপ্ত বাইকার এ মুহুর্তে বলে বার্তা দেখা যাচ্ছে।
রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার তাদের মোটরমাইকেল ও প্রাইভেটকার সেবা সাময়িক বন্ধ রাাখতে নির্দেশনা এসেছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার 'জিয়া অরফানেজ ট্রাস্ট' মামলার রায় ঘোষণার দিন হওয়ায় আগে থেকে উত্তপ্ত রাজনীতির মাঠ।
এ কারণে ঢাকাসহ সারাদেশে যান চলাচল সীমিত হয়ে গেছে। সকালে ঢাকা থেকে দূরপাল্লার রূটের সব বাসসেবা বন্ধ আছে। ঢাকরে ভেতরে বাড্ডা সড়কে সকালে দু’একটি বাস চলতে দেখা গেছে। তবে সাধারণ যাত্রী তেমন একটা নেই।
অন্যান্য সড়কপথও খালি রয়েছে। গুলশানের ভেতরে প্রবেশ ও বের হতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার হয়েছে। চলছে তল্লাশি। রাজধানীর সব প্রবেশপথে গত রাতে তল্লাশি শেষে বাস ঢুকতে দেওয়া হয়।
** পাঠাও সার্ভিস বন্ধ, চলছে উবার স্যাম
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএ/ওএইচ/