সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার ব্যাপার বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন।
এসময় জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার তাসনিম জাহান, শারমিন আক্তার, ইকবাল হাসান, কামাল হোসেন, রনী খাতুন প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন বলেন, রাজশাহী কলেজ মাঠ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি ৭০টি প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করবে। সেবার ধরণ হিসেবে এবারই প্রথম মেলার স্টলগুলোকে নির্দিষ্ট প্যাভিলিয়নে ভাগ করে রাখা হবে।
এর মধ্যে প্যাভিলিয়ন-১ এ থাকবে ই-সেবাসমূহ। প্যাভিলিয়ন-২ এ থাকবে ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও ব্যাংক। আর প্যাভিলয়ন-৩ এ থাকবে অর্থনৈতিক প্রবৃদ্ধি।
এর মধ্যে রয়েছে জেলা ব্র্যান্ডিং, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং রুরাল ই-কমার্স। শিক্ষা সংশ্লিষ্ট স্টলগুলো থাকবে প্যাভিলিয়ন-৪ এ। এছাড়া প্যাভিলিয়ন-৫ এ থাকবে তরুণ উদ্ভাবকদের উদ্ভাবিত জিনিসপত্র। চলবে প্রতিযোগিতাও। ‘ইনোভেথন’ নামের আকর্ষণীয় এ প্রতিযোগিতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ১০টি নাগরিক সমস্যার সমাধানের জন্য তাদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসএস/ওএইচ/