ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তিখাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
তথ্যপ্রযুক্তিখাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে সেমিনারে শিরীন শারমিন চৌধুরী। ছবি: বাংলানিউজ

ঢাকা: তথ্য-প্রযুক্তিখাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই আগামীর ভবিষ্যৎ নিহিত রয়েছে।

বুধবার (১১ এপ্রিল) রাতে হোটেল লেকশোরে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় ‘সেপ সাউথ এশিয়া ঢাকা-২০১৮’ শিরোনামে তিন দিনব্যাপী এ সেমিনারটি উদ্বোধন করেন তিনি।

 

তিনি বলেন, এ সেমিনারের মাধ্যমে বাংলাদেশের আসল চিত্র ফুটে উঠবে। এই তিন দিনে বিভিন্ন দেশের তরুণদের করা চিন্তাভাবনা ভবিষ্যতে প্রতিফলিত হবে। তরুণরা সৃষ্টিশীল চিন্তা নিয়ে এগিয়ে এলেই একটি সুন্দর দক্ষিণ এশিয়া তৈরি হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, অর্থনৈতিক উন্নতি যা হয়েছে তা আমাদের সতর্কতার সঙ্গে কাজে লাগাতে হবে। তরুণ সমাজকে কাজে লাগানোর মধ্যে এ উন্নতি অব্যহত থাকবে এবং সেমিনারে আলোচনার মাধ্যমে তোমরাই এর কৌশল প্রণয়ন করবে।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করে ঢাকা হাব অব গ্লোবাল শেপারস। উপস্থিত ছিলেন ৬টি মহাদেশের ৩০টি দেশের ১০০ জন তরুণ।  

সেমিনারে ২৫ জন বিশেষজ্ঞ অন্তুর্ভুক্তিমূলক স্বাস্হ্যসেবা, অার্থিক অন্তুর্ভুক্তি ও টেকসই উৎপাদন নিয়ে আলোচনা করবেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, গ্লোবাল শেপারস কমিউনিটির কিউরেটর সোহারা মেহরোজ শচী।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১১,২০১৮
কেজেড/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।