শনিবার (২৮ এপ্রিল) সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মোস্তাফা জব্বার বলেন, দেশের শিক্ষার্থীরা প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নিজেদের সংযুক্ত করেছে।
তিনি বলেন, হাতের তালুতে কম্পিউটার, স্মার্টফোন চলে এসেছে। যা একসময় অবিশ্বাস্য ছিল। একটা সময় কপালের টিপ বা হাতের আংটি হবে ভবিষ্যত কম্পিউটার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ইমরান আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
বিসিএস’র সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ এ এস এম জি কিবরিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়েত মোহাম্মদ সাহেদুল ইসলাম, বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধক্ষ্য মোহাম্মদ জাবেদুর রহমান শাহীন, পরিচালক শাহীদ-উল-মুনীর, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য নেতরারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এনইউ/এমজেএফ