সোমবার (৩০ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিগত নয় বছরে চলনবিল অধ্যুষিত সিংড়ার মানুষের জীবনমান উন্নয়নে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সরকারের আমলে উন্নয়নের সুফল সিংড়ার ঘরে ঘরে পৌঁছে দিতে কার্পণ্য করা হয়নি। বিদ্যুৎসহ বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি করে আর কে জাতীয় পার্টি করে, তা দেখা হয়নি, যোগ করেন প্রতিমন্ত্রী।
আগামী তিন বছরে সিংড়ায় ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পুনরায় নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দীন, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল প্রমুখ।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গণপূর্ত বিভাগ ৩০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। চলতি বছরের শেষ নাগাদ কাজটি সমাপ্ত হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এসআই