মঙ্গলবার (০৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা জানান।
তিনি জানান, দেশের বিভিন্ন ইউনিয়নে ডিজিটাল সেন্টারগুলোতে বিটিসিএলের ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে।
‘তরঙ্গ নিলাম এবং প্রযুক্তির নিরপেÿতা প্রদানের মাধ্যমে চলতি বছরের ফেব্রæয়ারি থেকে বাংলাদেশে ফোর-জি মোবাইল প্রযুক্তির সূচনা ঘটে। ফলে থ্রি-জি হতেও অনেক উচ্চগতির মোবাইল ইন্টারনেট সেবা প্রাপ্তির দ্বার উন্মোচিত হয় এবং সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে সরকারের প্রচেষ্টা অনেক ধাপ এগিয়ে যায়। ’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই দেশে ফোর-জি গ্রাহক সংখ্যা প্রায় ৪০ লাখে উন্নীত হয়েছে। এছাড়া টেকনোলজি নিউট্রালিটি প্রদানের ফলে মোবাইল অপরাটেররা আরও মানসম্মতভাবে ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এসএম/এমএ