প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে একথা জনিয়েছেন।
মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লেখেন, “এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি।
জয় আরো লিখেছেন, “আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন। ”
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রাজধানীর একটি হোটেলে মোবাইল ফোন অপারটর রবি, প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াউয়ে এবং বিটিআরসি যৌথভাবে এ আয়োজন করতে যাচ্ছে।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত ফোর-জি বা চতুর্থ প্রজন্মের মোবাইল-ইন্টারনেট সেবার লাইসেন্স গ্রহণের পর গ্রামীণফোন, বাংলালিংক, রবি এই সেবা চালু করেছে। তবে লাইসেন্স গ্রহণ করলেও রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক এখনও চালু করেনি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমআইএইচ/এমজেএফ