সোমবার (০৫ নভেম্বর) একটি সাক্ষাৎকারে নাদেলা বলেন, মাইক্রোসফট ২০১৬ সালে ‘বিং সার্চ ইঞ্জিন ও লিংকডইন সোশ্যাল নেটওয়ার্ক’ কিনেছিল। সেগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দিয়ে রাজস্ব লাভের ভিন্ন চিন্তা করে না।
তিনি বলেন, লিংকডইন নেটওয়ার্ক, যা ২৬ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনেছিল মাইক্রোসফট। আর এটির এখন ব্যবহারকারীর সংখ্যা ৫৬০ মিলিয়নেরও বেশি। এছাড়া মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন বিশ্বজুড়ে তিনটির মধ্যে একটি।
সত্য নাদাল এও বলেন, আমরা অতিরিক্ত বিনিময় চাই না। তাছাড়া যদি কিছু হয়ে যায়, তাহলে ব্যবহারকারীদের জন্য সেটার সুব্যবস্থা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
টিএ