শুধু অবস্থানই নয়, গাড়িতে চালক ও যাত্রীরা কি আলোচনা করছেন, সেসবও আপনি শুনতে পারবেন।
যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এজন্য যে কেউ ব্যবহার করতে পারেন ‘ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং’।
অফারটি নিতে ক্লিক করতে হবে- https://goo.gl/sp2Vfc
ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সেবা গ্রহণের পর ‘পার্কিং জিওফেন্স’ সুবিধার মাধ্যমে পার্ক করা অবস্থায় আপনার গাড়ি কেউ সরাতে চাইলে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এই সুবিধার মাধ্যমে আপনার গাড়ি চলাচলের নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দিলে, ওই এলাকার বাইরে গাড়িটি যাওয়া এবং আসার বিষয়টি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
এছাড়াও আপনি দেখতে পাবেন গাড়িটি কত স্পিডে চলছে, কোথায় আছে, কোথায় যাচ্ছে। আর ভয়েস ট্র্যাকিং সুবিধা থাকার কারণে, আপনার অবর্তমানে গাড়ির ভেতরে কে কি বলছেন নিজের হাতে থাকা ফোনের মাধ্যমে তাও শুনতে পারবেন।
এই সেবার সবচেয়ে বড় সুবিধা হলো, গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে ঘরে বসেই গাড়ির ইঞ্জিন বন্ধ করার সুবিধাসহ অনেক কিছু।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: 09606 346 337, 01819 346 337এসব নম্বরে। এছাড়া অফিস ২৬-২৭, রিং রোড, আদাবর, ঢাকা। অথবা ফোন নম্বর দিলে কর্তৃপক্ষই আপনার সঙ্গে যোগাযোগ করবে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
জেডএস