টেক জায়ান্টটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত নভেম্বর নিজেদের নেটওয়ার্কে একটি ব্যবস্থা চালু করে গুগল প্লাস। তবে সম্প্রতি সেটিতে ‘বাগ’ ধরা পরে।
গত অক্টোবরে প্রায় পাঁচ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনায় গুগল প্লাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবারের ঘটনায় গুগল প্লাস বন্ধ করার বিষয়টি আরও ত্বরান্বিত করে আনছে গুগল।
গুগল জি সুইটের প্রোডাক্ট ম্যানেজমেন্টের প্রধান ডেভিড থ্যাকার এক ব্লগ বার্তায় লেখেন, নতুন করে ‘বাগ’ ধরা পরার ঘটনায় আমরা গুগল প্লাস বন্ধের বিষয়টি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৯০ দিনের মধ্যে গুগল প্লাসের সব অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) বন্ধ করে দেওয়া হবে।
আগামী বছরের এপ্রিল থেকে আগস্ট নাগাদ গুগল প্লাসের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ডেভিড।
ডেভিড আরও জানান, প্রতিষ্ঠানটির কর্মীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সময় এই ‘বাগ’ ধরা পরে। ‘বাগ’ এর কারণে ফাঁস হওয়া তথ্য এখনও ‘খারাপ’ হাতে পড়ার প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
গুগল প্লাসের এমন তথ্য ফাঁসের ঘটনা এমন এক সময়ে এলো যখন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই মার্কিন কংগ্রেসের মুখোমুখি হওয়ার জন্য ওয়াশিংটনে অবস্থান করছেন। রাজনৈতিক পক্ষপাতে গুগল পণ্য ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মুখোমুখি হবেন সুন্দর।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসএইচএস/এএ