ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আবারো মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
আবারো মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ প্রতীকী

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র আবারো বন্ধ করা হয়েছে মোবাইলের ইন্টারনেট সেবা।

বিটিআরসি উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, রোববার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে মোবাইলের ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।

প্রায় ২৭ ঘণ্টা বন্ধ থাকার রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি মোবাইল ইন্টারনেট সেবা চালু করে।

এর আগে শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর থ্রি-জি, ফোর-জি সেবা বন্ধ করে দেওয়া হয়। আর ওইদিন রাত ১১টা থেকে টুজি সেবাও বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআইএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।