ডি.নেট এবং সিটিব্যাংকের ব্যবস্থাপনায় এবং যৌথউদ্যোগে ‘সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস কম্পিটিশন’ এর চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। সিটি ফাউন্ডেশনের অর্থায়নে এটি তৃতীয় আয়োজন।
ফিন্যান্স ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে এ কেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্থিক খাতের জন্য সফটওয়্যারভিত্তিক বাস্তবমূখী সমাধান তৈরিতে কাজ করেছে।
এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ১৯ নভেম্বর পুরস্কার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি ছিলেন।
এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনজিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বুয়েট) দল ‘স্পন্দন’। তারা বিজয়ী দল হিসেবে পেয়েছে ৩ হাজার মার্কিন ডলার।
ব্যবসা প্রসাশক ইনস্টিটিউট (আইবিএ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ক্রম’ প্রথম রানারআপ হিসেবে জিতেছে ২ হাজার মার্কিন ডলার। আর দ্বিতীয় রানারআপ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনজিনিয়ারিং অ্যান্ড টেকনলোজির (বুয়েট) দল ‘থান্ডারস্টর্ম’ পেয়েছে ১ হাজার মার্কিন ডলার।
ডি.নেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা এখন বেশ জনপ্রিয়। সিটি ফাউন্ডেশন এবং সিটিব্যাংক এনএকে এ প্রচেষ্টার সহযোগিতায় ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও এ প্রতিযোগিতাকে সফল করার পেছনে বিএএসআইএস এবং বিডিওএসএন কাজ করেছে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার বাংলাদেশ রাশেদ মাকসুদ জানান, বাংলাদেশের তরুণদের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শিক্ষিত করতে সিটি আগামীতেও কাজ করবে। ফিন্যান্সিয়াল আইটি কেস কম্পিটিশনের মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থনৈতিক খাতের জন্য প্রযুক্তিসেবা উদ্ভাবনে আগ্রহী করে তোলা হচ্ছে।
এ প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তিসেবা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও কয়েকধাপ এগিয়ে নেবে। এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা (www.cficc.dnet.org.bd) এ সাইটে তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১