ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন দুটি ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১
নতুন দুটি ল্যাপটপ

ইন্সপায়রন সিরিজের ডেল ‘১৪জেড’ মডেলের নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

একেবারেই হালকা, স্ট্যাইলিশ এবং কম পুরুত্বের দুটি নতুন নোটবুক এখন দেশের বাজারে।

দ্বিতীয় প্রজন্মের নোটবুক দুটির একটিতে কোরআইথ্রি ২.২০ গিগাহার্টজ এবং অন্যটিতে কোরআই ফাইভ ২.৪০ গিগাহার্টজ গতির প্রসেসর।

এ নোটবুকেই আছে ৫০০জিবি হার্ডডিস্ক, ৪জিবি ডিডিআর থ্রি র‌্যাম, ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্স এবং ১৪ ইঞ্চি প্রশস্ত এইচডি ডব্লিউইডি ডিসপ্লে।

স্টাইলিশ ব্লাক ও রেড কালারের নোটবুক দুটিতে ওয়েবক্যাম, ব্লুটুথ, ডিভিডি রাইটারসহ আছে পোর্টেবল পিসির সব ধরনের সুবিধা। আছে এক বছরের বিক্রোয়োত্তর সেবা। এ ছাড়াও থাকছে এক্সক্লুসিভ টিশার্ট এবং ব্যাগপ্যাক। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। হ্যালো: ০১৭৩০ ৩৪১৫২৩।

বাংলাদেশ সময় ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।