বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে ব্যাপক কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আইটি ফ্রিল্যান্সিং আধুনিক সৃজনশীল পেশা হিসেবে বিবেচিত।
ভারত, ফিলিপাইন, পাকিস্তানের মত বাংলাদেশের তরুনদের মাঝেও অনলাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজের প্রতি আগ্রহ অনেক বেড়েছে। এ কাজে বিশাল সম্ভবনা আছে। ঠিক তেমনি আছে প্রতিবন্ধকতাও।
ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা সম্ভবনা, সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ আলোচনার জন্য আগামী ৩ ডিসেম্বর ঢাকায় ফ্রিল্যান্সিং সম্মেলনের আয়োজন করা হয়েছে। তথ্যপ্রযুক্তির আর্ন্তজাতিক সম্মেলন ই-এশিয়ার অন্যতম ইভেন্ট হিসেবে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্কের প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার। এ ছাড়াও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীষস্থানীয় তরুন ফ্রিল্যান্সাররা।
২০১১ সালের ‘বেসিস আউটসোর্সিং ফ্রিল্যান্সার’ সম্মাননা পাওয়া আল আমিন চৌধূরী জানান, নতুন ফ্রিল্যান্সারদের জন্য এ সম্মেলন পথনির্দেশক হিসেবে কাজ করবে। অনলাইন আউটসোর্সিং জগতে সুপরিচিত ব্যক্তিদের এ উপস্থিতি দেশের আইসিটি খাতকে আরও সমৃদ্ধ করবে।
বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে আগ্রহ বেড়েছে। ২০১০ সালে এ খাতে প্রায় ৭০ লাখ ডলার আয় হয়েছে। এ সম্মেলন বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য দিকনিদেশনা মূলক হবে।
এ সম্মেলন সবার জন্য উন্মুক্ত হলেও নিবন্ধন করতে হবে। আগামি ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্টিত বিসিএস প্রদর্শনীতে নিবন্ধন করা যাবে। বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) ই-এশিয়ার আয়োজকের দায়িত্ব পালন করছে।
আগামী ১ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে এশিয়ার অন্যতম তিন দিনের ই-এশিয়া তথ্যপ্রযুক্তি প্রদর্শনী।
বাংলাদেশ সময় ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১