ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জুরিখে ৪ দিন কাজ করেই আইফোন-১০ কেনা যায়!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
জুরিখে ৪ দিন কাজ করেই আইফোন-১০ কেনা যায়! আইফোন-১০। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে হাতে একটি আইফোন থাকা তরুণদের কাছে স্বপ্নের মতো। তবে, আকাশছোঁয়া দামের কারণে সে শখ ক’জনারই আর পূরণ হয়! ধনীদের কাছে তেমন কিছু না হলেও, মধ্যবিত্তদের কাছে তা রীতিমতো দুঃস্বপ্ন! 

অ্যাপলের এ ডিভাইসের মধ্যে সবচেয়ে দাম বেশি আইফোন-১০ সিরিজের, যা বাংলাদেশি টাকায় লাখ টাকার ওপর। দেশে চাকরি করে সব চাহিদা পূরণের পর আইফোন কেনার মতো টাকা জমানো বেশ কষ্টসাধ্য।

তবে কিছু কিছু শহরে মাত্র সপ্তাহখানেক কাজ করেই আইফোন-১০ কেনার টাকা জমিয়ে ফেলা সম্ভব।

সম্প্রতি স্পেকটেটর ইনডেস্ক তাদের টুইটার আইডিতে এ সম্পর্কিত একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে।  

এ জরিপ অনুযায়ী, সুইজারল্যান্ডের শহর জুরিখে সবচেয়ে কম সময় কাজ করে আইফোন-১০’র মালিক হওয়া যায়। শহরটিতে মাত্র ৪ দশমিক ৭ দিন কাজ করলেই বিশ্বের অন্যতম দামি ফোন কেনার টাকা জমা হবে আপনার পকেটে।

তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। সেখানে ৬ দশমিক ৭ দিন কাজ করেই আইফোন-১০ কেনা যায়।

তৃতীয় অবস্থানে আছে কানাডার টরেন্টা। সেখানে ৭ দশমিক ৯ দিন কাজ করলেই অ্যাপলের এ ফোন কেনার মতো টাকা পাওয়া যায়।  

এ তালিকায় চতুর্থ ফ্রান্সের রাজধানী প্যারিস। আইফোন-১০ কিনতে সেখানে কাজ করতে হয় ৮ দশমিক ৭ দিন।

মোট ১৪টি দেশের তালিকায় এরপর যথাক্রমে আছে জাপানের রাজধানী টোকিও (৮ দশমিক ৮ দিন), হংকং (৯ দশমিক ৪), ইংল্যান্ডের রাজধানী লন্ডন (১১ দশমিক ৩), ইসরায়েলের তেল আবিব (১২ দশমিক ৭), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩ দশমিক ৪), রাশিয়ার রাজধানী মস্কো (৩৭ দশমিক ৩), চীনের রাজধানী বেইজিং (৩৯ দশমিক ৩), ইউক্রেনের রাজধানী কিয়েভ (৮৮ দশমিক ৫), ভারতের মুম্বাই (১১৪ দশমিক ৭) ও মিসরের রাজধানী কায়রো (১৩৩ দশমিক ৩)।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।