এখন ৮ কোটিরও বেশি অনলাইন জনসংখ্যার দেশ ফেসবুক। এতো বিপুল জনসংখ্যার সেবামাধ্যম কীভাবে চলছে তাই নিয়ে অনেক প্রশ্নই আছে।
এ আলোচনার নতুন উত্তাপ ছড়িয়েছে ফেসবুকে অনলাইন (ক্যাসিনো) জুয়ার আসর । অনলাইন গেম হিসেবে ফেসবুক এবার ক্যাসিনো চালু করার পরিকল্পনা নিয়েছে। এমনটাই বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। অনলাইনে আরও গ্রাহক, জনপ্রিয় এবং আর্থিকভাবে সবল হতেই এমন পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
দ্য ডেইলি মেইল সংবাদমাধ্যম জানিয়েছে, ই-গেমিং হিসেবে ফেসবুক ‘অনলাইন ক্যাসিনো’ চালু করার ব্যাপারে নীতিগত এবং আর্থিক দিক নিয়ে ভাবছে। প্রথমে যুক্তরাজ্যে এ খেলার পরীক্ষামূলক প্রস্তুতি নেওয়া হবে।
এরই মধ্যে বিশ্বের শীর্ষ ২০ জন ক্যাসিনো বিশেষজ্ঞ, পর্যবেক্ষক এবং অনলাইন জুয়ারির সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বলেও সত্যতা পাওয়া গেছে। কাজও এগোচ্ছে দ্রুতই।
এ মুহূর্তে ক্যাসিনো শিল্পের দুই বিখ্যাত প্রতিষ্ঠান ‘গেমসিস’ এবং ‘৮৮৮’ উদ্যোক্তাদের সঙ্গেও ফেসবুক যোগাযোগ করেছে। এ বিষয়ে আইনগত কিছু জটিলতা থাকায় ফেসবুক এ বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করেনি। তবে আইনগত বিষয়টির দ্রুত নিস্পত্তি বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
বাংলাদেশ সময় ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১১