ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১২৪ ভিএসপির লাইসেন্স বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
১২৪ ভিএসপির লাইসেন্স বাতিল প্রতীকী ছবি

ঢাকা: লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করায় ১২৪টি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৭ আগস্ট) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২৪ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়ন করেনি। ১৮টি প্রতিষ্ঠান যথাসময়ে আবেদন না করায় তাদের লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি।


 
১২৪টি ভিএসপি লাইসেন্সের কোনো বৈধতা না থাকায় প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে।
 
আগামী এক মাসের মধ্যে সরকারের সব বকেয়া পাওনা পরিশোধ করা না হলে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিটিআরসি।
 
বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টি লাইসেন্স বাতিল করার পর বর্তমানে লাইসেন্স সংখ্যা দাঁড়ালো ৬৪৯টি।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।