ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চালকের মোবাইল ফোন নিষিদ্ধ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১
চালকের মোবাইল ফোন নিষিদ্ধ

গাড়ি চালকদের জন্য এবার মোবাইল ফোনের ব্যবহার একেবারেই নিষিদ্ধ করল রাজ্য সরকার। তবে এ নিষেধাজ্ঞা শুধু গাড়ি চালানোর সময়ই প্রযোজ্য।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গত এক দশকের সড়ক দুর্ঘটনাগুলোর ওপর পর্যবেক্ষণমূলক গবেষণা চালিয়ে এ সিদ্ধান্ত আইন আকারে চূড়ান্ত করা হচ্ছে। ভারতের দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গাড়ি চালকের স্বার্থে এ আইনের খসড়া চূড়ান্ত করেছে। এখন তা বাস্তবায়নের অপেক্ষায়।

শুধু মোবাইল ফোন নয়, যে কোনো ধরনের ওয়্যারলেস হেডসেট এমনকি হ্যান্ডস ফ্রি ডিভাইসও ব্যবহার করা যাবে না। গবেষণায় উঠে এসেছে, গাড়ি চালানো অবস্থায় গাড়ি চালক ইমেইল, টুইটার, ফেসবুক, ছবি, গান এবং গেম খেলেন।

সড়ক নিয়ন্ত্রক সংস্থা এনটিএসবির সভাপতি ডেবোরাহ হারসম্যান জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এ আইন প্রয়োগ করবে। এ নিয়ম অমান্য করলে সাময়িক লাইসেন্সও জব্দ করা হতে পারে।

বাংলাদেশ সময় ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।