কিন্তু হঠাৎই জানালা দিয়ে কিছু একটা দেখতে পান ন্যান্সি। এরপর তৎক্ষণাৎই ছুটে যান উঠানে।
শনিবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও-তে ন্যান্সি বলেন, এটি অবিশ্বাস্য! দেখুন আমার বাড়ির উঠানে কী পড়েছে। আপনারা ধারণাই করতে পারবেন না কী ঘটতে যাচ্ছে। এই শিশুটি (স্যাটেলাইটের ধ্বংসাবশেষ) আকাশ থেকে আমাদের উঠানে পড়েছে।
ন্যান্সি জানান, ওই স্যাটেলাইটির ভেতরে দু’টি ক্যামেরা ও একটি স্যামসাংয়ের মোবাইল ফোনও পাওয়া গেছে।
এদিকে এই ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, এই ঘটনার জন্য তারা দুঃখিত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসএ/