বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির টুইটার বার্তার বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ডরসি তার বার্তায় বলেন, ‘ইন্টারনেটে বিজ্ঞাপন বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অপ্রতিরোধ্যভাবে শক্তিশালী ও কার্যকর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
এর আগে করা এক টুইটার বার্তায় ডরসি রাজনৈতিক বিজ্ঞাপন না দেখানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বজুড়ে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক বার্তাগুলো টাকার বিনিময়ে কিনতে পারা উচিত নয়, অর্জন করে নেওয়া উচিত। ’
খবরে বলা হয়, নভেম্বরের ২২ তারিখ থেকে টুইটার তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ নভেম্বর বিস্তারিত জানানো হবে।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিটুইট করে হিলারি ক্লিনটন লেখেন, ‘আমেরিকা এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য এটি সঠিক সিদ্ধান্ত। ’
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এইচএডি/