এবার গুগল নিজস্ব ট্যাবলেট পিসি নিয়ে মুখ খুলল। আগামী ছয় মাসের মধ্যেই নিজস্ব ঘরানার অ্যানড্রইড অপারেটিংযুক্ত ট্যাবলেট বাজারে ছাড়বে।
এ মুহূর্তে অ্যাপল ট্যাবলেট ‘আইপ্যাড’ এর বাজার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে গুগল। তবে স্টিভ জবসের আইপ্যাডকে হারানো অতটা সহজ নয় তা গুগল সভাপতি এরিকের অজানা নয়।
সাধ, সাধ্য আর আধুনিকতার সমন্বয়ে জটিল একটি সমীকরণ দিয়ে গেছেন বিশ্বের শীর্ষ এ প্রযুক্তি নেতা। তবে উদ্ভাবনী শিল্পে কোনো কিছুই শেষ কথা নয়। বরং নতুন সম্ভাবনার আভাস।
এরই মধ্যে অ্যানড্রইডনির্ভর বিশেষ ট্যাবলেট তৈরিতে গুগল মটোরোলা ‘জুম’ ব্র্যান্ড নামে আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। সার্চের অধিপতি গুগল তার নতুন ধারার ট্যাবলেট পণ্য তৈরিতে ১২০ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে।
সংবাদমাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অ্যাপল সভাপতি এরিক জানান, স্টিভের মতো ভবিষ্যৎদ্রষ্টার দেখা সহসাই মিলবে না। আর তাঁর রেখে যাওয়া আইপ্যাডকেও পেছনে ফেলা সহজ নয়। তবে প্রতিযোগিতার বাজারে নিত্যনতুন উপস্থাপনাও থাকবে।
তাই সুস্থ ধারার এ ট্যাবলেট শিল্প প্রতিযোগিতায় গুগল শক্ত প্রতিপক্ষ অ্যাপলকে সমীহ করেই চলবে। আর উদ্ভাবনীগুণে গুগল নিত্যনতুন পণ্যসম্ভারে নিজেকে সমৃদ্ধ করবে। এখন তাই ভক্তরা গুগল ট্যাবলেট পাওয়া অপেক্ষা করতেই পারেন।
বাংলাদেশ সময় ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১