জনসংখ্যা এবং দেশের আয়তনে ভারত দক্ষিণ এশিয়ার অগ্রগামী দেশ। জ্ঞান আর প্রযুক্তিতেও এখন প্রতিমুহূর্তেই এগোচ্ছে ভারত।
২০১৫ সালে ভারত ৩০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর লক্ষ্য স্পর্শ করতে চাইছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আইএএমএআই) এ অনলাইন সংস্কৃতিতে আরও সমৃদ্ধ এবং গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে।
ভারতকে ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর কোটা পূরণ করতে পুরো ১৫ বছর অপেক্ষা করতে হয়। কিন্তু পরের ২০ কোটি অর্জনে এ অর্ধেকও সময় লাগবে না বলে গবেষণা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে।
বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) সূত্র জানিয়েছে, আগামী ৩ বছরের মধ্যেই ইন্টারনেট অর্থনীতিতে বড় ধরনের বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে ভারত। এ লক্ষ্য অর্জনে ভারতকে খুব বেশি বেগ পেতে হবে না বলে সংশ্লিষ্ট গবেষকেরা অভিমত দিয়েছেন।
বাংলাদেশ সময় ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২