ক্রমাগত বাজার অনুন্নত হওয়ায় রিসার্চ ইন মোশন (রিম) ব্ল্যাকবেরি ওএস সেভেন হ্যান্ডসেটের মাধ্যমে বাজারে প্রত্যাবর্তনের আশায় বুক বেধেছিল। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই রয়েছে।
সুত্র মতে,বর্তমানে রিমের প্রকাশের কেন্দ্রবিন্দুতে আছে নতুন অপারেটিং সিস্টেম। অধিক কাম্য নতুন এই ওএস বার্সেলোনায় আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সুত্র। তাই উৎসুকরা গত নভেম্বরে ফাঁস হওয়া ব্ল্যাকবেরি লন্ডনের ছবি দেখে কিছুটা অভিজ্ঞতা আনতে পারে। উল্লেখ্য, বিবিএক্স তে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে। যেগুলো রিম আগামী মাসে নিয়মনীতি অনুসারে এর ব্যবহারবিধি উপস্থাপন করবে। এ মুহূর্তের তথ্য মতে, রিম বিবিএক্সযুক্ত ফোন বাজারে আনার কোনো দিনক্ষণ প্রকাশ করেনি।
তবে বিবি লন্ডন এ বছরের তৃতীয় ভাগে আসতে পারে যা এখনও ৭ মাস অদুরে। তাই এই ইভেন্ট শুধুমাত্র ওএস এর ডেমো দেখানো হবে সেইসঙ্গে কিছু স্মার্টফোনে ব্ল্যাকবেরি ওএস ৭ চালু করা হবে বলে জানান রিম। এছাড়া রিম সর্বাত্তক নজড় রাখবে বিবি পণ্যে চালিত অ্যাপলিকেশন এবং এনএফসি ফিচারে যেগুলো এখনো গ্রাহক নন্দিত হয়ে উঠেনি। এছাড়াও প্রতিবেদনে রিমের কতিপেয় ফোন একসঙ্গে আগমন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরই প্রেক্ষিতে রিম এখন নতুন ওএস এর যথার্তের দিকগুলোয় গুরুত্ব রাখছে বলে জানিয়েছে সুত্র।