২০১২ সালে স্মার্টফোনের বিশ্বে চমক আসতে শুরু করেছে। চীনের সর্ববৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে এবার নিয়ে এল বিশ্বের সবচেয়ে পাতলা গড়নের স্মার্টফোন।
এটি অ্যাপল আইফোন ৪এস মডেলেও চেয়েও পাতলা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের টেলিবাজারে এ স্মার্টফোন নিয়ে রীতিমতো যুদ্ধের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের ‘পি১এস’ মডেলটি গড়নে ৬.৬৮ মিলিমিটার (০.২৬ ইঞ্চি)। এটি একটি পেন্সিলের তুলনায়ও পাতলা।
অন্যদিকে আইফোন ৪এস মডেলটি হুয়াওয়ের এ মডেলের তুলনায় গড়নে ৯.৩ মিলিমিটার (০.৩৭ ইঞ্চি)।
হুয়াওয়ের সভাপতি রিচার্ড জানান, শুধু গড়নে পাতলা নয়, স্মার্টফোনের আধুনিকতাতেও এটি অনবদ্য। এ পণ্যটি বিশ্বের আলোচিত ভোক্তপণ্য প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক প্রদর্শনীতে (সিইএস) এটি দেখানো হবে।
এ ছাড়াও এ সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রইডও থাকছে সবচেয়ে পাতলা গড়নের এ মডেলে। আগামী মার্চে ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে এ স্মার্টফোন বাণিজ্যিকভাবে বিপণন শুরু হবে।
আর দামের প্রসঙ্গে রিচার্ড জানান, অপ্রত্যাশিত কোনো সংযোজন না হলে হুয়াওয়ের এ স্মার্টফোনের দাম ৪০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এরই মধ্যে সিইএস প্রদর্শনীতে হুয়াওয়ের এ স্মার্টফোনটি দর্শনার্থীদের দৃষ্টিআকর্ষণ করেছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২