ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেটে ধীরগতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেটে ধীরগতি

ঢাকা: পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের পাওয়ার সাপ্লাই ও ক্যাবলের সমস্যার কারণে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। রোববারের (৯ আগস্ট) মধ্যে এই সমস্যা কেটে যাবে বলে আশা করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।


 
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বাংলানিউজকে জানান, ক্যাবলের অনেকখানি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গাটি খুঁড়ে দেখা হচ্ছে। এর কারণে একটু সময় লাগছে।
 
সারাদেশে যে ব্যান্ডউইথ ব্যবহার করা হয় তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে আসে। এ কারণে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে বলে জানান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটার সমস্যার খবর পাওয়া গেছে।
 
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান পটুয়াখালীর পথে রয়েছেন জানিয়ে বলেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।