এবার দিল্লির উচ্চ আদালতের সম্মুখীন হলো গুগল এবং ফেসবুক।
বিতর্কিত এবং অশ্লীল ছবির প্রচারক হিসেবে এ দু শীর্ষ ইন্টারনেট প্রতিষ্ঠান আবারও এক দফা বিচারকের রোষানলে পড়লেন।
দিল্লির উচ্চ আদালতের বিচারক সুরেশ কায়েত ভারতে ধর্মভিত্তিক বিতর্কিত কোনো ছবি প্রচারের জন্য আদালতে হাজির হতে বলে।
কিন্তু গুগল এবং ফেসবুকের নিযুক্ত আইনজীবির যুক্তি উপস্থাপনে মোটেও সস্তুষ্ট হতে পারেননি। এতে ভারতে গুগল এবং ফেসবুক তাদের সেবা সম্প্রচার নিয়ে ভালোই বিপাকে পড়েছে।
দিল্লির উচ্চ আদালতের বিচারক সুরেশ গুগল এবং ফেসবুকের কার্যক্রম প্রসঙ্গে বলেন, নিজের ঘরের বেআইনি এবং সামাজিক উস্কানিমূলক পণ্য এবং সেবা প্রচারের জন্য ঘরের মালিকই দায়ী থাকেন। এক্ষেত্রে গুগল এবং ফেসবুকে সম্প্রচারিত অশ্লীল কোনো কিছুর জন্যই দায় এড়িয়ে যাওয়া সুযোগ একেবারেই নেই।
এ জন্য অভিযুক্ত গুগল এবং ফেসবুককেও আইনের জবাবাদিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে এ কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হবে। তাই আগামী ১৬ জানুয়ারি এ বিষয়ে সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপনে জন্য শুনানির দিন ধার্য করা হয়।
বাংলাদেশ সময় ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২